অন্যান্য

পাঁচ মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে রাষ্ট্রদ্রোহসহ পাঁচ মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালত এ রায় দিয়েছেন। 
মামলাগুলোর মধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তি, বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের অভিযোগ ও তিনটি মানহানির মামলা। 
রায় শেষে এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, চার বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া। 
এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত।

মতামত দিন