জামালপুরে জিয়াউর রহমানে ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিন মাহমুদ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত (সোমবার) রাতে স্থানীয় বাগেরহাট ঈদগা মাঠে জামালপুর শহর বিএনপি'র অন্তর্গত ১১নং ওয়ার্ড শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নানামূখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলসহ বিএনপি'র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক এবং জেলা ট্রাক-ট্যাংক-লরি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ শামীম হোসেন মঙ্গল বক্তব্য রাখেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, "তিনি ছিলেন স্বনির্ভর বাংলাদেশের রূপকার। দেশ যখন একদলীয় শাসনের যাঁতাকলে পিষ্ট ছিল, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।" বক্তারা সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার আন্দোলনে তাঁর ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।এসময় জেলা যুবদলের সদস্য মোঃ জাকির হোসেন জনি, মোঃ ইমরান কায়সার, মোঃ মেহেদী হাসান ইলি, সাদ্দাদ হোসেন সাইদুর, এবং শুকুর আহাম্মেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মতামত দিন