জামালপুর

প্রয়াত খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল

রবিন মাহমুদ- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহ-ধর্মিনী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও সদ্য প্রায়ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

আজ (বুধবার) বিকেলে শহরের ফৌজদারি মোড়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক হাফেজ মাওলানা নজরুল ইসলাম।

মতামত দিন