জামালপুরে ছাত্রদল নেতাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
রবিন মাহমুদ
বিপরীতমুখী নানা অভিযোগ করে জামালপুরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদল এবং আন্দোলনকারী পদ বঞ্চিত ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীরা। গতকাল (সোমবার) দুপুরে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, যুগ্ন সাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জল বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বরেন, একটি মহল জেলা ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে আন্দোলনের নামে শহরে প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যারা জেলা ছাত্রদলের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়।
অপরদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসিত করাসহ নানা অভিযোগে জেলা ছাত্রদলের কমিটিকে অযোগ্য দাবি করে সংবাদ সম্মেলন করেছে ত্যাগী ও পদ বঞ্চিত ছাত্র নেতৃবৃন্দরা।
গতকাল (সোমবার) বিকেলে শহরের বাগেরহাট বটতলা এলাকায় দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামালপুর শহর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সৈকত হোসেন।
তিনি বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে মিছিলের শেষ অংশে থাকা ছেলেটিকেও মূল্যায়ন করা হবে, বিএনপি চেয়ারম্যন তারেক রহমানের এমন বক্তব্যকে উপেক্ষা করেছে জামালপুর জেলা ছাত্রদল।
মিছিলের শেষ প্রান্ত তো দূরের কথা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ত্ব দিয়েও আজ আমরা পদ বঞ্চিত ও অবমূল্যায়িত।
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি, সাবেক সহ দপ্তর সম্পাদক পপেল মাহমুদ, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ফাহিম হাসানসহ পদ বঞ্চিত অন্যান্য ত্যাগী ছাত্র নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিয়ম বহির্ভূতভাবে নবঘোষিত জামালপুর সদর ও পৌর ছাত্রদলের কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত ছাত্র নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে পদ বঞ্চিত ত্যাগী ছাত্র নেতারা।

মতামত দিন