ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার পর থেকে এসব সড়কে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা।
জানা গেছে, মিরপুর-১০, রামপুরা-বিশ্বরোড সড়কের নতুনবাজার, মেরুলবাড্ডা, বনানী, সায়েন্সল্যাব মোড়, যাত্রাবাড়ী ধনিয়া কলেজের সামনের সড়ক ও আশুলিয়াতে অবরোধ রেখেছেন তারা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চোরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছেন।
জানা যায়, সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন।ঢাকা কলেজের দিকে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। অপরদিকে, সায়েন্স ল্যাবের ওভার ব্রিজের পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। চলছে ইট-পাটকেল নিক্ষেপ। শিক্ষার্থীরা একবার ধাওয়া দেয়, ছাত্রলীগ একবার। এক পক্ষের ধাওয়ায় আরেকপক্ষ দৌড়ে সরে যাচ্ছে।আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ দৃশ্য দেখা যায়। সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজসহ ধানমণ্ডি, মোহাম্মদপুর কেন্দ্রিক একাধিক কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে। এরপর থেকে দুপক্ষ থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
অন্যদিকে রাজধানীর বনানী এলাকায় আন্দোলন করছেন প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করে এই আন্দোলন করছেন। এতে বনানী এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে।
এদিকে নতুনবাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জানিয়েছেন, নতুন বাজার এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় যানজটে পড়েছে পথচারীরা। ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত দিন