রাজনীতি

এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন তাজুল ইসলাম

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। শনিবার (৭ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি।
এ বিষয়ে চ্যানেল 24 কে নিশ্চিত করে এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আমাদের কাছে জমা আছে।এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ পান অ্যাডভোকেট তাজুল ইসলাম। এছাড়া আরও চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
প্রসিকিউটররা হলেন- মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।

মতামত দিন