জাতীয়

আন্দোলনে জ্বলছে দেশ, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পরীক্ষা স্থগিত

কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে। দফায় দফায় বিভিন্ন এলাকায় চলছে বিক্ষোভ। সংঘর্ষ তৈরি হয়েছে আন্দোলনকারী ও ছাত্রলীগ সংগঠনের মধ্যে। প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন। তা সত্ত্বেও নিজেদের দাবি থেকে সরতে নারাজ আন্দোলনকারীরা। বিভিন্ন স্কুল-কলেজের সামনে চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল সে দেশের একাধিক স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে স্থগিত করা হয়েছে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি এবং সমমানের পরীক্ষা। এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলনে সংঘর্ষের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দফতর।

অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল বুধবার বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

পবিত্র আশুরার কারণে আগামীকাল বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না। আজ মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের জেরে উত্তাল হয়েছে সারাদেশ। সেখানে কোটা প্রথা তুলে দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। এই আন্দোলন ঘিরে সোমবারের মতই মঙ্গলবারেও  বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫০জনের বেশি। অনেক জায়গায় গুলিও চলেছে। এই পরিস্থিতি সামাল দিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় সেনা (বিজিবি) মতায়েন করা হয়েছে।

মতামত দিন