জাতীয়

বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করতে চায়

সীমান্ত হত্যা নিয়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের কোনো জবাব দেন‌নি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (১০ সে‌প্টেম্বর) পররাষ্ট্র স‌চিবের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে সীমান্ত হত‌্যা নিয়ে সাংবা‌দিকদের প্রশ্ন এ‌ড়িয়ে যান প্রণয় ভার্মা।বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক আছে দাবি করে প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় তার দেশ। সেই সঙ্গে দুই দেশের সম্পর্ক চলমান রেখে সামনে আরও কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়েছেন। স্বর্ণা নিহত হওয়ার দিন তিনেকের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।

মতামত দিন