ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। নতুন এই ঘোষণা অনুযায়ী ইরানের বিমান পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর বিবিসির।এক বিবৃতিতে তিন দেশের পক্ষ থেকে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তি বাতিল করার কথাও বলা হয়।
এর আগে পশ্চিমা কর্মকর্তারা দাবি করেন, ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকে আরও উস্কে দিয়েছে ইরান। এর ফলে রাশিয়া ইউক্রেনে তার অবৈধ আগ্রাসন চালাতে সক্ষম হয়েছে।
ল্যামি বলেন, ‘ইরানকে অবশ্যই একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনা প্ররোচিত,পূর্বপরিকল্পিত এবং বর্বর আক্রমণকে সমর্থন করা বন্ধ করতে হবে। যতদিন সময় লাগবে যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে।’এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবিও বলেছেন, তেহরান থেকে পাঠানো ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হয়েছিল।
শুধু তাই নয়, কীভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয় ইরানের বাহিনীর কাছ থেকে রাশিয়া তার প্রশিক্ষণ পেয়েছে বলেও জানান তিনি।যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এর মধ্যে আছেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ হামজেহ গালান্দারি। যিনি তার অংশীদারদের কাছে দেশটির প্রতিরক্ষা পণ্য রপ্তানির নির্দেশ দিয়ে থাকেন।
মতামত দিন