আরও ১৫ দিন আরজি কর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত নিষিদ্ধ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতের ওপর জারি করা নিষেধাজ্ঞার সয়ময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধি করা হয়। ওই এলাকায় শান্তিভঙ্গের আশঙ্কা করেই কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এই নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানিয়েছেন।
শুক্রবার কলকাতা পুলিশের পক্ষে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর আরজি কর সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (সাবেক ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) মেনে এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। কোন কোন এলাকায় এই নিষেধাজ্ঞা বজায় থাকবে তা-ও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। জানানো হয়েছে, শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে-বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়।
আরজি করের নারী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। পাশাপাশি, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারেরা অবস্থান করছেন। দাবি মানা না পর্যন্ত অবস্থান চলবে, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা।
মতামত দিন