রাজনীতি

হাসিনা পালালেও এখনও সঙ্কট কাটেনি

আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফেরত আনার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দ্রুত সাধারণ নির্বাচনের দাবিও জানিয়ে দলটি। তবে যৌক্তিক সময় মানে অনন্তকাল নয় মন্তব্য করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, যতো দেরি হবে সমস্যা ততোই বাড়বে।

শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ’র আটতম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।এসময় স্মৃতিচারণ করে তিনি বলেন, সৈনিক হলেও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন আ স ম হান্নান শাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ যখন লুকিয়ে ফেলতে চাওয়া হয়েছিল, সেই সময় হান্নান শাহর যে ভূমিকা ছিল তা বিএনপি আজীবন স্মরণ করবে। 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দোসরা গাজীপুরে গার্মেন্টসে অস্থিরতা করতে চেয়েছিলে। তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আবারও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই সবাই সতর্ক থাকবেন। হাসিনা পালালেও এখনও সঙ্কট কাটেনি।

নানা রকম চাপে তারেক রহমানকে এখন দেশে ফেরানো যায়নি উল্লেখ করে ফখরুল বলেন, অবিলম্বে তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সব নেতৃবৃন্দের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তা না হলে কখনই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না। শেষে কাপাসিয়ার জনগণের কাছে আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নানকে পরিচয় করিয়ে দিয়ে তার প্রতি খেয়াল রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব।

মতামত দিন