বাংলাদেশ

রামপুরায় বিটিভি কার্যালয়ে হামলা

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বেলা তিনটার পর শতাধিক ব্যক্তি বিটিভির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা ভেতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এছাড়াও, প্রধান ফটকের বাইরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলে আগুন লাগানো হয়। ভেতরে ঢুকে শোভা বর্ধনকারী বিভিন্ন ফুল গাছের টবও ভাঙচুর করা হয়। এই ঘটনার সময় বিটিভির বিভিন্ন ফ্লোরের কর্মকর্তা–কর্মচারীরা আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

মতামত দিন