আন্তর্জাতিক

বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে বিস্ফোরণ ৭ শ্রমিক নিহত

পশ্চিমবঙ্গের বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সাথে আরও অনেকে আহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে বীরভূমের ভাদুলিয়া গ্রামের গঙ্গারামচক কয়লা খনিরতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির ভেতরে কয়েকজন আটকে পড়েছেন বলেও জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বিস্ফোরণে নিহত শ্রমিকদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। এই ঘটনার পর খনির কর্মকর্তারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।

মতামত দিন