পতিত ফ্যাসিবাদ আবার যেন আর মাথাচাড়া দিতে না পারে
পতিত ফ্যাসিবাদ আবার যেন আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমিতে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘আবু সাঈদকে নিয়ে যারা কটাক্ষ করবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।’তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা এখনও বিদ্যমান আছে। এখনও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ছাত্র-জনতার অর্জিত বিজয়কে ম্লান করার জন্য। এই পরিকল্পনা নসাৎ করতে ঐক্য গড়ে তুলতে হবে যাতে আর কোন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।’
স্মরণ সভায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যাক্তিরা স্মৃতিচারণ করেন।

মতামত দিন