বাবা হলেন চাষী আলম
বাবা হয়েছেন ছোট পর্দার অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’র ‘হাবু ভাই’ নামে পরিচিত। বুধবার রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। ১১ জুলাই তিনি বিষয়টি নিশ্চিত করেন।
অনেকেই এই খবরটি ফেসবুকে শেয়ার করে শুভকামনা জানিয়েছেন মা ও সন্তানকে।
চাষী আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ প্রথম সন্তানের বাবা হয়েছি। মা-ছেলের জন্য সবাই দোয়া করবেন, দুজনেই ভালো আছেন।’
তিনি গত বছর ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
চাষী আলমের অভিনয় ক্যারিয়ার দীর্ঘ হলেও সফলতার মুখ দেখেন অনেকটা পরেই, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তিনি এখন সবার পরিচিত ‘হাবু ভাই’। এছাড়াও মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেও আলোচনায় এসেছেন তিনি।

মতামত দিন