জাতীয়

এবার পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণভাবে

শারদীয় দুর্গোৎসব ঘিরে দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে এবারের পূজা সবচেয়ে শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বছরের ৩৬৫ দিনই দেশের মানুষ নিরাপদে থাকবে। মাঝে-মধ্যে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা। শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার দায়িত্ব সরকারের। এবার পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণভাবে।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৩ অক্টোবর দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এরপরও সারাদেশে নিরাপত্তা থাকবে। যেখানে যেমন দরকার, সে অনুযায়ী সশস্ত্র বাহিনী দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেভাবেই কাজ চলছে।

পুলিশ ছাড়াও পূজার নিরাপত্তায় বিজিবি, আনসার ও র‍্যাবসহ অন্যান্য বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। যেখানে যে পরিমাণ সশস্ত্র বাহিনীর সদস্য প্রয়োজন, সেখানে সেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করি, এবার পূজা খুবই ভালোভাবে অনুষ্ঠিত হবে। সবাই সহযোগিতা করবেন।এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার থেকে এ নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত চলবে। বুধবার (৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

এতে পূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ নম্বরে অবহিত করতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

মতামত দিন