জামালপুরে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে পিঠা উৎসব
রবিন মাহমুদ- শাহীন শিক্ষা পরিবারের অধীনে পরিচালিত শাহীন স্কুল আমলাপাড়া ও গেইটপাড় শাখার উদ্যোগে জামালপুরে শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়াম প্রাঙ্গণে দিনব্যপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ (রবিবার) অডিটরিয়াম মিলনায়তনে দিনব্যাপী শিক্ষক ও অভিভাবক সম্মাননা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন SEF ফাউন্ডেশন বৃত্তি ২০২৫ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহীন শিক্ষা পরিবার জামালপরের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহীন শিক্ষা পরিবার এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান সেলিম।
প্রধান অতিথি বলেন, শুধু মাত্র পাঠ্যপুস্তক এর মাধ্যমেই নয় কোমলমতি শিক্ষার্থীদের বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিযে দিতে দেশব্যপী ১৫০টি ক্যাম্পাসেই ব্যতিক্রমধর্মী এমন আয়োজন করা হচ্ছে। যা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আমেরিকা প্রবাসী শামীম চৌধুরীসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ১৬৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি, গুরুত্বের সাথে দায়িত্ব পালন করায় ৩০ জন শিক্ষক এবং সঠিক সময়ে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসা ও শিক্ষকদের সার্বিক সহাযোগীতা করায় ৭৫ জন অভিভাবককে সম্মাননা প্রদান করা হয়।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শাহীন স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, অভিনয়, কৌতুক, নৃত্য ও সংঙ্গীত পরিবেশন করে।

মতামত দিন