আন্তর্জাতিক

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানে দুপক্ষের মধ্যে ৬০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতির প্রস্তাবের একটি খসড়া চুক্তি প্রকাশের পর এই তথ্য জানান তিনি।সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ফাঁস হওয়া প্রস্তাবটি যুক্তরাষ্ট্রেরভ সেখানে বলা হয়েছে, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহের মধ্যেই লেবানন থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেবে ইসরায়েল। তার আগে দুটি সূত্রের বরাতে একই ধরনের খবর দিয়েছিল রয়টার্স।

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানান, আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কোনো চুক্তি সম্ভব হবে বলে তিনিও বিশ্বাস করতেন না। তবে বুধবার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত আমোস হকস্টাইনের সঙ্গে কথা বলার পর তিনি আশাবাদী হয়ে উঠেছেন।স্থানীয় আল জাদিদ টেলিভিশনকে মিকাতি বলেন, হকস্টাইন ফোনালাপে ইঙ্গিত দিয়েছিলেন যে আমরা এই মাস শেষ হওয়ার আগেই এবং ৫ নভেম্বরের আগে একটি চুক্তিতে পৌঁছাতে পারি। আমরা যা করতে পারি তা করছি। আমাদের আশাবাদী হওয়া উচিত যে আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতি পাব।

কানে প্রকাশিত খসড়া চুক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র শন স্যাভেট বলেন, অনেক খবর ও খসড়া সামনে আসছে। এগুলো আলোচনার বর্তমান অবস্থাকে প্রতিফলিত করে না। তবে কানে প্রকাশিত সংস্করণটি অন্তত নতুন আলোচনার ভিত্তি কিনা, এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

মতামত দিন