আন্তর্জাতিক

এডেন উপসাগর থেকে ২৩ ইরানিকে উদ্ধার করেছে পাকিস্তান

এডেন উপসাগর থেকে ২৩ ইরানিকে উদ্ধার করেছে পাকিস্তান। দেশটির নৌবাহিনীর জাহাজ পিএনএস জুলফিকার এডেন উপসাগরে একটি ইরানী মাছ ধরার জাহাজ আল-মোহাম্মাদি থেকে ২৩ জন মৎসজীবীকে সফলভাবে উদ্ধার করেছে।পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, পিএনএস জুলফিকারকে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা টহলের জন্য মোতায়েন করা হয়েছিল। 

সাগরে ইরানী জাহাজ থেকে একটি বিপদ সংকেত পায়। মূলত তাদের জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে বন্দর থেকে একা হাজার ২০০ নটিক্যাল মাইল দূরে ছিল।যোগাযোগ স্থাপনের পরে, জাহাজটি জানায় যে একজন ক্রু সদস্যরা গুরুতরভাবে আহত হয়েছে এবং ইঞ্জিনটি ভেঙে গেছে। তখন সাহায্যের জন্য একটি জরুরিভাবে অনুরোধ জানায় জাহাজে থাকা ইরানিরা। 

জবাবে পিএনএস জুলফিকার তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা ও প্রযুক্তিগত দলকে মাছ ধরার জাহাজে পাঠায়। তারা ইঞ্জিন ঠিক করতে গিয়ে আহত হওয়া জেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়।এছাড়া মেডিকেল টিম অপর দুই অসুস্থ ক্রু সদস্যের পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পাশাপাশি জাহাজের ইঞ্জিন মেরামত করতে সহায়তা করে।

মতামত দিন