খেলা-ধুলা

বাংলাদেশেকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ভারত

নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের মিশন হার দিয়ে ‍শুরু করেছিল বাংলাদেশে নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। তবে সেমিফাইনালটি ভালো হলো না বাংলাদেশের মেয়েদের জন্য। ভারতের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে জ্যোতিরা। এই ম্যাচে ন্যুনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশের ব্যাটার-বোলাররা।বাংলাদেশকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালে উঠল হারমানপ্রীতের দল।
নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। এই নিয়ে টানা চার জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল ভারতের মেয়েরা। এই নিয়ে টুর্নামেন্টের ৯ আসরের প্রতিটিতেই ফাইনালে উঠল ভারত।

শ্রীলঙ্কার ডাম্বুলায় এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮০ থমকে যায় বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। এমনকি ২০ এর ঘরেও পা রাখতে পারেননি বাকিরা। সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। তাও এই ইনিংস খেলতে নিগার মোকাবিলা করেন ৫১ বল। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন স্বর্ণা আক্তার। বাকিরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
নতুন বলে রেনুকা সিং ঠাকুর দারুণ স্পেলে ভেঙে দেন বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ১০ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। একই সাথে ১৪ রান খরচায় তিনটি শিকার করেন রাধা ইয়াদব।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মোটেই বেগ পেতে হয়নি ভারতের। জবাব দিতে নেমে স্রেফ ১১ ওভার সময় নিয়েছে ভারতের মেয়েরা।স্মৃতি মান্ধানার হাফসেঞ্চুরি ও শেফালি বার্মার দৃঢ়তায় ৫৪ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় টুর্নামেন্টের সফলতম দলটি। হাফসেঞ্চুরি করা স্মৃতি সর্বোচ্চ ৫৫ রান করেন। শেফালির ব্যাট থেকে আসে ২৬ রান।এশিয়া কাপের আগের আট আসরে সাতবারই শিরোপা জিতেছে ভারত। আরও একটি শিরোপা জয়ের মঞ্চে উঠে গেল ভারতের মেয়েরা।

মতামত দিন