রাজনীতি

জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না

জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, আবারও গর্জে উঠবে রংপুর। আবারও গর্জে উঠবে জাতীয় পার্টি।

শুক্রবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডে কার্যালয়ের সামনে মহানগর, জেলা জাপা ও অঙ্গ সংগঠনের যৌথ কর্মী সম্মেলনে এসব কথা বলেন মোস্তফা।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি যুদ্ধের ইতিহাসে রংপুরের ভূমিকা অগ্রগণ্য। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বীর আবু সাঈদ জীবন দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। সেই রংপুরকে চিনতে না পারলে আপনিও (ড. ইউনূস) বেশি দিন টিকতে পারবেন না।’

মোস্তফা বলেন, মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখায় ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমরা সব ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করব।নুরের গণঅধিকার পরিষদকে ‘পরগাছা’ উল্লেখ করে তিনি বলেন, ‘যে দলের নিজস্ব কোনো শক্তি নেই, তাকে হিসাব করার সময় জাপার নেই। ঢাকা ও খুলনা কার্যালয়ে হামলা করেছেন। সাহস থাকলে রংপুরে আসেন; কেউ ফেরত যেতে পারবেন না।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এম এম ইয়াসিরের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

মতামত দিন