আন্দোলনে আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়েছেন। বলেছেন, আহতদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব যাতে তাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি না ঘটে। একইসঙ্গে যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের খুঁজে বের করার জন্য দেশবাসীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন সরকার প্রধান। তিনি বলেছেন, এমন মৃত্যুর মিছিল হবে আমি কখনোই চাইনি। কিন্তু আজ বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। আমি কখনও চাইনি এদেশে কেউ তাদের প্রিয়জনকে হারাবে।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। তাছাড়া কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সাথেও কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, পুলিশ সদস্যকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। একইভাবে গাজীপুরের আওয়ামী লীগের কর্মীকেও হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছিল। এদের কোনো মনুষত্ববোধ নেই। জঙ্গিবাদকে সুযোগ করে দেয়ার জন্য এই সহিংসতা কি না এমন প্রশ্নও তোলেন তিনি।
সরকারপ্রধান আরও বলেন, আমরা তো সব দাবি মেনে নিয়েছি। তারপরও আবার কেন…? হাসপাতালে দুষ্কৃতিকারীদের আক্রমণ দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, কোটা আন্দোলনে সাম্প্রতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহতদের অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মতামত দিন