শামা ওবায়েদ ও বাবুলের দলীয় সব পদ থেকে স্থাগিতাদেশ প্রত্যাহার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলীয় সব পদ থেকে স্থাগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদের বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।এক প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, আমি সব সময়ই বিএনপির আদর্শ প্রচারে কাজ করে যাচ্ছি। দলের প্রতি আস্থা রেখে কাজ করছি, আগামীতেও করবো।
শহিদুল ইসলাম বাবুল বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে পার্টি পদ স্থগিত করে। আবারও সুযোগ দিয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ।এদিকে স্থানীয় সূত্র বলছে, উভয়েই ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
মতামত দিন