এমএ রশিদ হাসপাতালে সন্ত্রাসী হামলা প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি ,মোহাম্মদ শাহিন -
জামালপুরে বেসরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মাদারগঞ্জ উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. এম এ জব্বার, সদস্য গোলাম আজম, ইউনিক হাসপাতালের পরিচালক জিয়াউল হক জুয়েল প্রমুখ।এসময় বক্তারা বলেন- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শহরের সরদার পাড়ার এম এ রশিদ হাসপাতালে অস্ত্র প্রদর্শন করে হামলা করে কয়েকজন দূর্বৃত্ত। তারা হাসপাতালে ভাংচুর সহ কর্মচারীদের মারধর করে।
হাসপাতালে হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।হাসপাতালে হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মতামত দিন