খেলা-ধুলা

মেয়েদের জুডোয় স্বর্ণ জাপানের, ছেলেদের কাজাখস্তান

মেয়েদের ৪৮ কেজি জুডো ইভেন্টে সোনা জিতেছেন জাপানের তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন সুনোদা নাতসুমি। ছেলেদের ৬০ কেজি জুডোতে সোনা জিতেছেন কাজাখস্তানের এলডোস সেমেতভ।
মেয়েদের জুডোতে নাতুসুমির কাছে হেরে রৌপ্য পদক পেয়েছেন মঙ্গোলিয়ার বাশানখু বাভুদর্জ। ইভেন্টে যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের শিরিন বৌকলি ও সুইডেনের তারা বাবুলফাত। প্যারিস অলিম্পিকে জুডোর এই ইভেন্ট থেকে প্রথম পদকের দেখা পেল স্বাগতিক ফ্রান্স।
ছেলেদের ৬০ কেজি জুডোতে এলডোসের কাছে ফ্রান্সকে প্রথম স্বর্ণ পদক এনে দিতে ব্যর্থ হন লুকা মেকেদজি। রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন জাপানের নাগাইমা রাইজু ও স্পেনের ফ্রান্সিসকো গ্যারিগস।

মতামত দিন