রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত বিচারপতিগণের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইকোর্টের নবনিযুক্ত ২২ জন বিচারপতি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে বিচারপতিদের এটিই প্রথম সৌজন্য সাক্ষাৎ। এ সময় রাষ্ট্রপতি বিচারপতিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। এ সময় বিচারপতিগণ তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাতকালে বিচারপতিগণ ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সচেতন আছেন মর্মে রাষ্ট্রপতিকে অবগত করেন।
মতামত দিন