৬১ বছর পর সিরিয়ার ঐতিহ্যবাহী বাথ শাসনের পতন
রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতছাড়া হয়ে গেলে দেশটির ৬১ বছরের বাথ শাসনামলের লজ্জাজনক ইতি হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টি ১৯৬৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। পরে ১৯৭০ সালে হাফেজ আল-আসাদ (বাশার আল-আসাদের বাবা) অভ্যন্তরীণ দলীয় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং ১৯৭১ সালে প্রেসিডেন্ট হন। ২০০০ সালে হাফেজ আল-আসাদের মৃত্যু হলে তার ছেলে বাশার আল-আসাদ বাথ শাসনের দায়িত্ব নেন।আরব বসন্তের ধারাবাহিকতায় ২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ শুরু হলে শাসকগোষ্ঠী সহিংসভাবে তা দমন করে। এর ফলে সংঘর্ষ ও সহিংসতা গৃহযুদ্ধে রূপ নেয়। খবর আনাদোলু এজেন্সির।
গত মাসের শেষ দিকে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। ২৭ নভেম্বর থেকে বিদ্রোহীরা আলেপ্পো, ইদলিব এবং হামাসহ গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করতে থাকে। অবশেষে বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে বাশার আল-আসাদের বাহিনী রাজধানী থেকে পিছু হটতে বাধ্য হয়। এভাবে ৬১ বছরের বাথ শাসন এবং ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।
পতিত শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রীর বক্তব্য: বাশার আল-আসাদের সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি সামাজিক মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় জানিয়েছেন, 'আমরা জনগণের মাধ্যমে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত।'তিনি সর্বস্তরের মানুষকে সরকারি সম্পত্তি-স্থাপনা রক্ষা করার আহ্বান জানান এবং বিদ্রোহীদের উদ্দেশে বলেন, 'আপনারা যেহেতু আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন, আমরাও আপনাদের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত।'
এইচটিএস প্রধানের বক্তব্য: বিপ্লবী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি এক বার্তায় বলেন,'দামেস্কের সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এগুলো সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।'
সাম্প্রতিক সংঘর্ষ এবং দামেস্ক দখল: ২৭ নভেম্বর আলেপ্পোর প্রত্যন্ত অঞ্চলে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। ৩০ নভেম্বর বিদ্রোহীরা আলেপ্পোর কেন্দ্রীয় অঞ্চল এবং ইদলিব প্রদেশ পুরোপুরি দখল নেয়।এরপর হোমস প্রদেশ হয়ে দামেস্কের দিকে অগ্রসর হতে থাকেন তারা। ১ ডিসেম্বর বিদ্রোহীরা রিফাত জেলা মুক্ত করে। এরপর রাজধানী দামেস্কের কেন্দ্রেও বিরোধী শক্তির দখল প্রতিষ্ঠিত হয় এবং আসাদ সরকার দ্রুত সবধরনের নিয়ন্ত্রণ হারায়।এই ঐতিহাসিক ঘটনা সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন