জাতীয়

দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে

এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হননি বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।২৫ ডিসেম্বর বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের শীতবস্ত্র বিতরণের সময় তিনি আরও বলেন, দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ গণঅভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে বলেন, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে।তিনি আরো বলেন, বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেই সাথে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

মতামত দিন