খেলা-ধুলা

সাঁতারে ছেলেদের স্বর্ণ রোমানিয়া, মেয়েদের স্বর্ণ অস্ট্রেলিয়ার

প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে এসে প্রথম পদকের দেখা পেয়েছে রোমানিয়া। ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জিতেই পদক তালিকায় দেশের নাম লেখালেন ডেভিড পোপোভিচি। মেয়েদের ইভেন্টে সোনাসহ দুটি পদক জিতেছে অস্ট্রেলিয়া।
ছেলেদের ইভেন্টে ১ মিনিট ৪৪.৭২ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ বর্ষী পোপোভিচ। রোমানিয়া তারকা থেকে ০.০২ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য জিতেছেন গ্রেট ব্রিটেনের ম্যাচ রিচার্ডস। ১ মিনিট ৪৪.৭৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের লুক হবসন।
মেয়েদের ২০০ মিটারে ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার মলি ও’ক্যালাগান। তাসমানপাড়ের দেশটির পঞ্চম সোনা এটি। ১ মিনিট ৫৩.৮১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন তারই স্বদেশি আরিয়ান টিটমাস। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার নবম পদক এটি। ১ মিনিট ৫৪.৫৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন হংকংয়ের হাউহে সিওভান বার্নাডেট।

মতামত দিন