জাতীয়

জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। কীভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় এসেছে জাতিসংঘের অ‍্যাসেসমেন্ট টিম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাতের পর জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এসব বলেন।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, জাতিসংঘ নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবে সব রাজনৈতিক দলের সাথে।এরআগে জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদে জানিয়েছেন, জাতীয় নির্বাচনের সময়সীমা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইউএনডিপি’র কাছে টেকনিক্যালসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। তারা এ বিষয়ে ১০ দিন পর আবার বসবেন ইসি’র সাথে।নিড অ্যাসেসমেন্ট মিশনের আওতায় ইউএনডিপি’র আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশে কাজ করছেন।

মতামত দিন