রাজনীতি

সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব এস এম আব্দুল হালিম এর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনগণের পাশে থাকুন- জনগণকে  সঙ্গে রাখুন এই প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় শীতার্ত  মানুষের মাঝে তৃতীয় দফায় তিনটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব এস এম আব্দুল হালিম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি পৌর  বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। তৃতীয় দফায় প্রায় এক হাজার কম্বল শীতার্ত  মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জনাব তারেক রহমান ঘোষিত বিএনপি'র ৩১ তফা জনগণের মুক্তির সনদ আগামী দিনে তারেক রহমানের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সকল জনগণকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  

মতামত দিন