জাতীয়

ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরে প্রস্তুতি শেষ করতে হবে: সিইসি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণাসহ ভোট সংক্রান্ত যাবতীয় কাজ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।

মি. উদ্দিন বলেন, “ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন কানুন বিধি বিধান সংস্কার শেষ করতে হবে।”চলমান সংস্কারে সীমানা পুননির্ধারন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন মি. উদ্দিন।

পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির ‘স্বাধীনতা খর্ব হবে’ বলে মনে করেন এই সিইসি।তিনি বলেন, “স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে।”নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করেন মি. উদ্দিন।তিনি বলেন, “সুপারিশে অনেক কিছু দেওয়া যায়। বাস্তবায়ন করা কঠিন।”

মতামত দিন