কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ বিদেশি শান্তিরক্ষী নিহত
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে এম ২৩ নামে বিদ্রোহী গ্রুপের সাথে সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব ডি আর কঙ্গোর গোমা শহরে বিদ্রোহীদের এগিয়ে আসা ঠেকাতে সাহায্য করার সময় তাদের নয় জন সৈন্য নিহত হয়েছে। বাকিদের মধ্যে তিন জন মালাউই এবং আরেকজন উরুগুয়ের নাগরিক নিহত হয়েছেন।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, সহিংসতা বন্ধ করতে বৈশ্বিক আহ্বানের মধ্যেই তিনি ডিআর কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সাথে কথা বলেছেন।
যুদ্ধ আরও তীব্র হওয়ার সাথে সাথে দশ লক্ষেরও বেশি জনসংখ্যার শহর গোমা থেকে জাতিসংঘ সব অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে।উদ্ভুত সংঘাতময় পরিস্থিতির কারণে সোমবারের নির্ধারিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকটি রোববার এগিয়ে আনা হয়েছে।এম ২৩ গোষ্ঠীটি রক্তপাত এড়াতে গোমায় কঙ্গোর সৈনিকদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে।অন্যদিকে এ বিদ্রোহের পেছনে রুয়ান্ডার হাত থাকার অভিযোগ এনে প্রতিবেশী দেশ রুয়ান্ডার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কঙ্গো।
বৃহস্পতিবার ফ্রন্টলাইন পরিদর্শনকারী কঙ্গোর একজন সামরিক গভর্নরকে হত্যা করার পর এম ২৩ যোদ্ধারা এই পদক্ষেপ নেয়।জানুয়ারির শুরুতে এই গোষ্ঠী পূর্ব কঙ্গোর গুরুত্বপূর্ণ শহর মিনোভা এবং মাসিসি দখল করে নেয়।
শনিবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের অফিস জানিয়েছে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ডিআর কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সাথে পৃথকভাবে ফোনে কথা বলেছেন তিনি।জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে এ বছর ইতোমধ্যেই চার লাখের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।
মতামত দিন