বাংলাদেশ

বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাসভবন ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যার পর ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাসভবন 'সুধাসদনে' হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার ব্যবহার করা হয়।এছাড়া, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ দেশের আরো কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করা হয়।এ সংক্রান্ত খবরগুলো রয়েছে বিবিসি বাংলার এই লাইভ পাতায়। থাকছে দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরও।

ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে আগুন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত ১২ টার পরে ভোলার গাজীপুর রোডে মি. আহমেদের বাসভবনের সামনে ২৫ থেকে ৩০ জন জড়ো হন বলে বিবিসি বাংলাকে জানান স্থানীয়রা।এসময় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।এক পর্যায়ে ভবনে ভাঙচুর ও আসবাবপত্রের অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার প্রতক্ষ্যদর্শী স্থানীয় এক ব্যক্তি জানান, পাঁচই অগাস্টের পর আর ভোলায় যাননি তোফায়েল আহমেদ।

রংপুর বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
দেশের আরো কয়েকটি স্থানের মত রংপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানেও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।রংপুর বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে স্থাপিত দুটি ম্যুরালে এই ভাঙচুর চালানো হয়।রংপুর সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে একটি ম্যুরাল ভাঙতে দেখা যায়।

চট্টগ্রাম ও সিলেটে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাতে অনলাইনে ভাষণ দেওয়ার পর সেটার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মশালমিছিল বের হয়।

পরে মিছিল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জামাল খান এলাকায় গিয়ে সেখানে অবস্থিত শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা।এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।অন্যদিকে, সিলেটেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের একটি বুলডোজার দিয়ে ম্যুরাল ভাঙা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

ভাঙা হয়েছে হানিফের বাড়ি
কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িটি ভাঙা শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, একটি বুলডোজার দিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।

স্থানীয় সাংবাদিকরা জানান, এই ভাঙচুরে যারা অংশ নেন, তারা কুষ্টিয়া শহরের উপজেলা মোড় থেকে মশাল মিছিল করে বাড়িটির সামনে আসেন। সেখানে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে মাহবুব উল আলম হানিফের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়।এরপর সেখান থেকে মিছিল নিয়ে তারা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শহরের কদমতলা সাততলা বাড়িতে গিয়ে ভাঙচুর করেন।

গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিনেও মাহবুব উল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

ঢাকায় সুধাসদনেও হামলা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার একটি বাসভবন সুধাসদনেও হামলার ঘটনা ঘটেছে।পুলিশের দুইটি সূত্র বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।তবে, হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের দুইটি তলায় আগুন জ্বলছে।সেখান থেকে হামলা করে বিক্ষুব্ধ লোকজন চলে গেছে বলে জানিয়েছে একটি সূত্র।"এত উত্তেজিত লোকজনের মধ্যে পুলিশ কী করতে পারে," বলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সদস্য।এর আগে রাত আটটার দিকে ধানমন্ডি ৩২ নম্বরেও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাত নয়টার দিকে অনলাইনে দেয়া এক বক্তৃতায় ধানমন্ডি ৩২ নম্বরের পাশাপাশি সুধাসদনে হামলারও নিন্দা জানান শেখ হাসিনা।
গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার 'শেখ বাড়ি'
খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ‘শেখ বাড়ি’ নামে পরিচিত একটি স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।ওই বাড়িটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি।

বুধবার রাত নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ওই বাড়িতে ভাঙচুর চালান বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।বাড়ি ভাঙার কাজে খুলনা সিটি কর্পোরেশনের দু’টি বুলডোজার ব্যবহার করা হচ্ছে বলেও জানান তারা।

এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ আরও অনেকে থাকতেন।গত পাঁচই অগাস্টের আগেই তারা বাড়ি থেকে পালিয়ে যান।

গত চার ও পাঁচই অগাস্ট বাড়িটিতে দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর বাড়িটিতে শুধু কংক্রিটের অবকাঠামোই অবশিষ্ট ছিল।
সূত্র বিবিসি

মতামত দিন