শেখ হাসিনাকে দাদাদের বুকের ভেতর থেকে তুলে নিয়ে আসব
শেখ হাসিনার উদ্দেশে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আমাদের মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, এবার সত্যি সত্যি মামলা বাংলাদেশে চলবে। আপনাকে প্রয়োজন হলে গলায় রশি বেঁধে বাংলাদেশে নিয়ে আসা হবে। যদি না পারি তাহলে আমরা আমাদের নেত্রী ও নেতার সুযোগ্য সৈনিক না। দাদারা আপনাকে (শেখ হাসিনা) রক্ষা করবে, দাদাদের বুকের ভেতর থেকে তুলে নিয়ে আসব। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের মেলান্দহের উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিব উন নবী খান সোহেল বলেন, সারা বাংলাদেশে যারা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাদের মুখে এদেশের জনগণ ভোটের কথা শুনতে চায় না। এর মধ্যে আমরা যাতে তাড়াতাড়ি নির্বাচন হয় এ জন্য কথা বলছি, এটার মধ্যে আবার অনেকে ভুল ধরছেন, একজন ব্যবসায়ী তার ব্যবসার নিরাপত্তা চাইবে, নারীরা তাদের অধিকার সমুন্নত থাকুক সেটাই চাইবে, আর পলিটিশিয়ান কী চাইবে? সে জনগণের জন্য যেন কাজ করার সুযোগ পায় এবং একটি পরিচ্ছন্ন নিরপেক্ষ নির্বাচন যেন হয়, পলিটিশিয়ান নির্বাচন চাইবে এটা অন্যায় হতে পারে না।মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকান্দ। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী।
দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আহ্বায়ক কমিটি বিলোপ্ত করে দেয় জেলা বিএনপি।
মতামত দিন