রাজনীতি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিএনপির দুইদিনের কর্মসূচি শুরু

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ সোমবার থেকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে কর্মসূচির উদ্বোধন করবেন।তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচি পালন করছে বিএনপি।বাংলাদেশের কয়েকটি টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে, কর্মসূচি উপলক্ষ্যে তিস্তা নদীর তীর ধরে লালমনিরহাট জেলায় প্যান্ডেল করা হয়েছে। বিএনপির শত শত নেতা-কর্মীদের সমাগম হয়েছে সেখানে।

কর্মসূচি উপলক্ষ্যে এই দুই দিন নেতা-কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এসব প্যান্ডেলে।আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন।তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারীসহ পাঁচ জেলার ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে এই কর্মসূচি পালন করছে দলটি।নাটক ও সংগীতের মাধ্যমে দুই দিনব্যাপী তুলে ধরা হবে তিস্তা পাড়ের মানুষের জীবন কাহিনী।

মতামত দিন