জাতীয়

মার্চে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক

সংস্কার ইস্যুতে সবার ঐকমত্যের ভিত্তিতে 'জুলাই চার্টার' ঘোষণা করতে চায় অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্চ মাসের শুরুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের লিখিত কপিও এরইমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, প্রতিবেদন পর্যালোচনা করে এবং নিজেদের মধ্যে আলাপের পরই তারা মতামত জানাবে।

বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা বলেছেন, তারা এখন এসব প্রতিবেদন পর্যালোচনা করছে। এরপর কমিশনের সাথে তাদের বৈঠক হবে। তখন বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তারা তুলে ধরবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দ্রুতই দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করবেন তারা। তার আশা, নির্ধারিত সময়ের আগেই এই কমিশন তাদের কাজ শেষ করতে পারবে।

কমিশন সূত্র বলছে, সংস্কার ইস্যুতে সুনির্দিষ্ট মতামতের জন্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটি ফরম পাঠানো হবে। এ ফরমে দলগুলো মতামত দেবে যে কোন কোন সংস্কার তারা এখনি চায় কিংবা কোনগুলো তারা পরে বাস্তবায়ন করতে আগ্রহী।আগামী মাসের মাঝামাঝি দলগুলো ও জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আলাদা আলাদা বৈঠক শুরু করতে পারে বলে জানা গেছে।

সংবিধান, নির্বাচনি ব্যবস্থা, বিচারবিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথম দফায় যে ছয়টি কমিশন গঠন করেছে সেই কমিশনগুলোর প্রধানদের নিয়েই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এর প্রধান মি. ইউনূস নিজেই।
বিবিসি বাংলা

মতামত দিন