রমজানে ব্যাংকিং নতুন সময়সূচি নির্ধারণ
রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে ব্যাংকিং লেনদেন চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে: সকাল ৯:৩০ ঘটিকা হতে অপরাহ্ণ ৪:০০ ঘটিকা পর্যন্ত (দুপুর ১:১৫ ঘটিকা হতে ১:৩০ ঘটিকা পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) ব্যাংক খোলা থাকবে। এর মধ্যে লেনদেন চলবে সকাল ৯:৩০ ঘটিকা হতে অপরাহ্ণ ২:৩০ ঘটিকা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।এছাড়াও বলা হয়েছে: যোহরের নামাজের জন্য দুপুর ১:১৫ ঘটিকা হতে ১:৩০ ঘটিকা পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।
পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।
মতামত দিন