আন্তর্জাতিক

ইউক্রেনের শান্তি চুক্তি মানেই আত্মসমর্পণ করা নয়

ইউক্রেনের শান্তি চুক্তি মানেই আত্মসমর্পণ করা নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এছাড়া এই চুক্তিতে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে বলে জোর দিয়েছে তিনি। হেয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের সাংবাদিকদের সামনে এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। ওই সংবাদ সম্মেলনে ট্রাম্পও উপস্থিত ছিলেন। ম্যাক্রন বলেছেন, ইউক্রেনে যেকোনো শান্তি চুক্তি নিরাপত্তার নিশ্চয়তা সহকারে হতে হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সোমবার ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ম্যাক্রন। এরপর উভয় নেতাই এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে ম্যাক্রন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, এই শান্তি চুক্তি ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়, এর অর্থ গ্যারান্টি ছাড়া যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।তবে নিজে থেকে নিরাপত্তার নিশ্চয়তা সম্পর্কে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যয়ের বোঝা কেবল যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ানদেরও বহন করতে হবে। এর জবাবে ম্যাক্রন বলেছেন, ইউরোপই নিরাপত্তার বোঝা আরও ন্যায্যভাবে ভাগ করে নেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝে এবং রুশ হামলার তৃতীয় বার্ষিকীতে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেয়ার পথ দেখিয়েছে। 

জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণের পর ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠক করলেন ম্যাক্রন। বৈঠকে উষ্ণ বাক্য বিনিময় করেছেন উভয় নেতা। এরপর ওভাল অফিসের সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রায় ৪০ মিনিট। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উভয় নেতার বক্তব্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে বেশ কিছু পার্থক্য দেখা যায়। এর মধ্যে শান্তি চুক্তিতে নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত করার বিষয়টি ছিল একটি বড় পার্থক্য। এছাড়া যুদ্ধ বন্ধ করার সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়েও মত পার্থক্যে দেখা গিয়েছে।ট্রাম্প বলেছেন, তিনি চান যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ হোক। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছলেই রাশিয়াতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে যুদ্ধবিরতি এবং তার পরের বৃহত্তর শান্তির বিষয়ে বেশ জোর দিয়েছেন ম্যাক্রন। এরমাধ্যমে তিনি ইউক্রেনে দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি বুঝাতে চেয়েছেন। তিনি বলেছেন, আমরা স্বাভাবিকভাবেই শান্তি চাই, কিন্তু সেই চুক্তিটি এ সপ্তাহেই হতে হবে তা নয়। তবে উভয় নেতাই শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপিয়ান শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে এক হয়েছেন। যদিও এ বিষয়ে অমত করেছে মস্কো। 

মতামত দিন