উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি পদত্যাগ করেন। এর আগে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন।জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচিত হচ্ছে কয়েক সপ্তাহ ধরে। চলতি সপ্তাহেই যে তিনি পদত্যাগ করবেন সেই আভাস আগেই পাওয়া যাচ্ছিল।
মতামত দিন