রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের
গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যে যেন ফাটল না ধরে সে ব্যপারে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা ধরে রাখতে হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়ে এসেছি। কারণ, আমরা চেয়েছি এই সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু লক্ষ্য করছি, সরকারের বিভিন্নজন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভিন্ন ভিন্ন কথা বলছেন।
তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই, আমরা এখনো এই সরকারকে সাহায্য করবো। আমরা আশা করবো, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ যে নিরপেক্ষতা আশা করে, তারা যে সেই নিরপেক্ষতা বজায় রাখে।
মতামত দিন