নাগপুরে সহিংসতায় অপরাধী শনাক্তে বিশেষ দল গঠন
ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ১৮টি বিশেষ দল গঠন করেছে। এদিকে এখন পর্যন্ত ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও ১০০০ সন্দেহভাজনকে শনাক্ত করার চেষ্টা চলছে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সোমবার নাগপুরে সংঘটিত সহিংসতার ঘটনায় পাঁচটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, যাতে ২০০ জনের নাম উল্লেখ রয়েছে।পুলিশ কমিশনার ড. রবিন্দর কুমার সিংগাল জানান, বিশেষ দলগুলো গনেশপেঠ, কোটওয়ালি ও তহসিল থানার পুলিশ কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে। এছাড়া সাইবার সেলের সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ চলছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে মাইনরিটি ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) নেতা ফাহিম খানও রয়েছেন। পুলিশ রেকর্ড অনুযায়ী, বিদ্যুৎ চুরি ও আগের বিক্ষোভের মামলায় জড়িত ছিলেন খান। সোমবার তিনি গনেশপেঠ থানার বাইরে অবৈধ সমাবেশ করেন এবং পরে ভালদারপুরা এলাকায় গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।
সহিংসতার পেছনে খানের ভূমিকা রয়েছে কিনা, তা এখনও তদন্তাধীন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। এ ঘটনায় ৩৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যার মধ্যে তিনজন ডিসিপি পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
ছত্রপতি সম্ভাজিনগর জেলায় অবস্থিত মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন পবিত্র শিলালিপি সম্বলিত একটি ‘চাদর’ পোড়ানোর খবরই প্রাথমিকভাবে সহিংসতার সূত্রপাত বলে মনে করা হচ্ছে। এরপরই শহরের বিভিন্ন এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং কারফিউ জারি করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মতামত দিন