জাতীয়

রেলপথে ঈদযাত্রা নিয়ে অনেক খুশি

রেলপথে ঈদযাত্রা নিয়ে অনেক খুশি বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার ঈদযাত্রাটা ভালো হচ্ছে। টিকিট কালোবাজারির বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে ছিলাম।আজ রোববার ঈদযাত্রা উপলক্ষ্যে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনশেষে তিনি এসব কথা বলেন ।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি স্টেশন ঘুরে দেখেছি, ট্রেনগুলো যে সময়ে ছাড়ার কথা ঠিক সময়েই ছেড়েছে। কোনো ট্রেনে কোথাও কোনো লেট হচ্ছে না। দুই নাম্বার বিষয় হচ্ছে, এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। এবং টিকিট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আপনারা জানেন এখানে ২৫ শতাংশ টিকিট স্ট্যান্ডিং দেওয়া হয়, এবারও তাই দেওয়া হয়েছে। ঈদের সময় সবাইকে নেওয়ার জন্য স্ট্যান্ডিং পেসেঞ্জার নেওয়া হচ্ছে।ট্রেনের ছাদে যাত্রী পরিবহন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনেকে শেষ মুহূর্তে ছাদে উঠে যায়। তখন তাকে টেনে নামাতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য অনেকে ছাদে যাচ্ছে।

শিডিউল বিপর্যয় রক্ষায় এবার কি মেকানিজম ছিল সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিডিউল বিপর্যয় ছাড়া ঈদযাত্রার যে মেকানিজম, সেটা আপনারা অনুসন্ধান করে বের করবেন। এই বিষয়ে আমাদের ছিল জিরো টলারেন্স। আমাদের কথা ছিল কোনো ধরনের দুর্নীতি আমরা প্রশ্রয় দেব না। আমরা এখানে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। আমাদের যেসব কর্মকর্তা আছেন রেলের তাদের ইন্সট্রাকশন দেওয়া হয়েছিল, তারা যেন ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেন। আপনারা দেখেছেন অনেক সময় রেলের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। এবার একজনও হয়নি।


এসময় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ মহিউদ্দিন আরিফ উপস্থিত ছিলেন।

মতামত দিন