শিক্ষার্থীদের ওপর ভর করে বিএনপি ফায়দা লুটতে চায়
শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে বিএনপি ফায়দা লুটতে চায় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) লাশের রাজনীতি করছে। বিএনপির দাবি করা ৩২ শিশুর মৃত্যুর তালিকাও চেয়েছেন তিনি।
শনিবার (৩ আগস্ট) দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে সরকার পতনের পাঁয়তারা করছে বিএনপি। দেশবিরোধী সংকট জিইয়ে রেখে ফায়দা লোটার চেষ্টা করছে তারা। দলটি লাশের রাজনীতি করছে।’
‘অবুঝ শিশুর মৃত্যুতে আওয়ামী লীগের কোনো লাভ নেই। লাভ তাদের, যারা শিশুর লাশ ফেলে ফায়দা লুটতে চায়। বিএনপি যে ৩২ শিশুর মৃত্যুর কথা বলেছে, তাদের তালিকা চায় আওয়ামী লীগ’, যোগ করেন তিনি।
এ সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও চলমান পরিস্থিতিতে সংঘাত এড়িয়ে চলতেই দলের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মতামত দিন