জামালপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
তানিয়া আক্তার -
"জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত" এই স্লোগানে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে ৭ এপ্রিল (সোমবার) সকালে শহরের বকুলতলা চত্বর থেকে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহর প্রদক্ষিন করে।জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার ফেস্টুন নিয়ে রেলিতে অংশ নেয়।
রেলি শেষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদেন্নতি প্রাপ্ত), ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মাহফুজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।

মতামত দিন