গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যশোর
গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ছাত্রদের গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যশোর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে সাধারণ মানুষ, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, বিভিন্ন পেশায় যুক্ত পেশাজীবী থেকে শুরু করে অভিভাবকবৃন্দ। ফলে সাধারণ ছাত্রদের সাথে হাজার হাজার সাধারণ মানুষের প্রতিবাদে মুখর যশোরের রাজপথ। এদিকে শনিবার যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজির, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবীরা পৃথক পৃথক ব্যানারে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বেলা ১১ টা থেকে যশোর শহরের পালবাড়ি মোড়ে বিভিন্ন স্থান থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ সমবেত হতে থাকে। গত শুক্রবারের বিক্ষোভের চেয়েও শনিবারের বিক্ষোভ মিছিলে বেশি শিক্ষার্থী অংশ নেয়। তারা, "দাবি এক, দফা এক- শেখ হাসিনার পদত্যাগ" স্লোগানে স্লোগানে মুখরিত করে গোটা এলাকা। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে মিছিলকারীদের স্বাগত জানায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টার দিকে যশোর শহরের পালবাড়ি মোড়ের সমাবেশ শেষ করে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ যশোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী যোগ দেন।
মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় দশ সহস্রাধিক মানুষের মিছিলটি।
এরপর দুপুরে বিশাল এই গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ। বক্তারা বলেন, ‘অমাদের দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ।’ এই খুনি সরকার ও তার প্রধানমন্ত্রীসহ মন্ত্রীপরিষদের সদস্যদের আমরা আর দেশের ক্ষমতায় দেখতে চাই না। এদিকে দেশব্যাপী ছাত্র জনতা গণহত্যা ও গণ গ্রেফতার এর প্রতিবাদে গতকাল বেলভ ১১টায় প্রেস ক্লাব যশোরের সামনে শিক্ষক সমাজ ও সাংবাদিক ইউনিয়ন যশোর পৃথক দুটি মানববন্ধন করেছে। দীর্ঘ প্রায় ২ ঘন্টা ধরে মুজিব সড়কে চলা এই মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক নেতা মকবুল হোসেন, আমিনুর রহমান মধু, ফিরোজা আক্তার, শান্তনু ইসলাম সুমতি, সাংবাদিক নেতা লেখক গবেষক বেনজীন খান, নূর ইসলাম, আকরামুজ্জামান, তৌহিদ জামান, আনেআয়ারুল কবির নান্টু প্রমুখ বক্তৃতা করেন।
মতামত দিন