রাজনীতি

ভোট বাড়াতে হলে জনগণের কাছে যেতে হবে

৩১ দফা বাস্তবায়ন করতে হলে, ভোট বাড়াতে হলে জনগণের কাছে যেতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে জনগণের সঙ্গে থাকতে হবে। যেকোন মূল্যে গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। আমরা বসব, আমরা আলোচনা করব এবং সামনে এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, কোনোভাবেই যেন গণতন্ত্রের উত্তোরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় সবকিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু তাহলে বাধাগ্রস্ত হয়ে যাবে।

তিনি বলেন, বিগত ১৫ বছরে নির্যাতিত- অত্যাচারীদের বলিদান, জুলাই-আগস্টে নিহতদের বলিদান নষ্ট করা যাবে না। ৩১ দফা বাস্তবায়ন করতে হলে, ভোট বাড়াতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। যে কোন মূল্যে জনগণের পাশে থাকতে হবে।

মতামত দিন