জামালপুর

জামালপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

তানিয়া আক্তার-
২০২৩ সালের ১৩ জুলাই বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত সংবিধান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ (মঙ্গলবার) জামালপুর জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এর উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় অন্যান্যের মধ্যে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হকসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণু চন্দ্র বসাক।পরে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন এবং উপস্থিত নেতা-কর্মীদের মাঝে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

মতামত দিন