স্বাধীনতা দিবস ও ঈদ পূনমিলনী উদযাপন উপলক্ষে আলোচনা সভা
মহান স্বাধীনতা দিবস ২০২৫ ও ঈদ পূনমিলনী উদযাপন উপলক্ষে জামালপুরে ঝাউলা গোপালপুর ডিগ্রি কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কলেজ মিলনায়তনে,আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী সিরাজুল হক।কলেজের, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ -পরিচালক মোঃ হাবিবুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা,কমান্ডার, মোখলেছুর রহমান হিরু,জামালপুর সদর উপজেলা কমান্ডার, মোঃ আলাল উদ্দিন, কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, তারিকুল ফেরদৌস বক্তব্য রাখেন।পরে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেহস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

মতামত দিন