জাতীয়

জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের অবশ্যই বিচার হওয়া উচিত

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের অবশ্যই বিচার হওয়া উচিত, তবে সে বিচার প্রক্রিয়া সঠিক হতে হবে।আজ ৫ মে সোমবার প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত আরও জানান চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের।

অবাধ-সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে ইইউ সহায়তা করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, নির্বাচন কখন হবে সেটি বাংলাদেশের ব‍্যাপার, এটা নিয়ে কোন পক্ষের ওপর কোন চাপ নেই।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ইউরোপের যেসব দেশের ভিসা তৃতীয় দেশ থেকে নিতে হয়, সেগুলো নিয়ে সমস্যার কথা শুনেছি। এটা কীভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করছি।তিনি আরও জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরানো বিচারিক প্রক্রিয়া, এতে কয়েক বছর সময় লাগার কথা।

মতামত দিন